পশ্চিমবঙ্গে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর লড়াই হয় কেন

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৮:০৯

রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর লড়াই পশ্চিমবঙ্গে নতুন কথা নয়। তবে রাজনৈতিক মহলের ধারণা, বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে রাজ্য সরকার বনাম মুখ্যমন্ত্রীর বিরোধের সব অতীত ইতিহাস ম্লান হয়ে গেছে।

সম্প্রতি চমকে দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তিনি তির্যকভাবে প্রশ্ন করেছিলেন, ''এখনো করোনার কারণ দেখিয়ে মহারাষ্ট্রে মন্দিরের দরজা খুলছেন না। আপনি কি সেকুলার হয়ে গেলেন না কি?'' যে দেশের সংবিধানের প্রস্তাবনাতেই বলা হয়েছে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং যে দেশের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, সেখানে সেকুলার হওয়াটা যে অপরাধ তা রাজ্যপাল কোশিয়ারি না বলা পর্যন্ত জানা ছিল না। এ নিয়ে বিরোধী প্রতিবাদ এবং রাজ্যপালের চুপ করে যাওয়া ছাড়া ঘটনা আর এগোয়নি।

বস্তুত, ভারতে রাজ্যপালদের নিয়ে বিতর্কের শেষ নেই। কেন্দ্রে ক্ষমতায় থাকা দলকে বাদ দিয়ে বাকি সব দলের অভিযোগ, রাজ্যপাল হলেন কেন্দ্রীয় সরকারের এজেন্ট। বিভিন্ন রাজ্যে এই পদে যাঁরা থাকেন, তাঁদের একমাত্র কাজ হলো, সেই দলের বা কেন্দ্রীয় সরকারের মর্জিমতো চলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us