‘ঊনপঞ্চাশ বাতাস দিয়ে আমি একটা দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছি’
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৭:৩০
নিজের সিনেমা নিয়ে ধীরে ধীরে দর্শকের কাছে পৌঁছানোর কৌশল অন্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
গেল শুক্রবার (২৩ শুক্রবার) দেশের মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। স্টার সিনেপ্লেক্সের তিনটি প্রেক্ষাগৃহ, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি প্রথম সপ্তাহে দারুণ সাড়া ফেলেছে। সেই সুবাধে চলতি সপ্তাহেও এই প্রেক্ষাগৃহগুলোতে চলবে ছবিটি।
নির্মাতা বলেন, এই পাঁচ প্রেক্ষাগৃহের পাশাপাশি চলতি সপ্তাহে ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপে। সামনের সপ্তাহে আরো তিন থেকে চারটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা প্রায় চূড়ান্ত।