বিপুল চাহিদা, উৎপাদনে ঘাটতি, থামল রাশিয়ার কোভিড টিকার প্রয়োগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৬:৪৩
ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না করেই করোনার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। সেই টিকা নিয়ে এ বার নিজেই বিপাকে রাশিয়া। পর্যাপ্ত সংখ্যায় টিকা না থাকায় মস্কোর বেশ কয়েকটি কেন্দ্রে বন্ধ হয়ে গিয়েছে ‘স্পুটনিক ভি’-র পরীক্ষামূলক প্রয়োগ। অন্য দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা শেষ পর্যায়ে রয়েছে। এগিয়ে চলেছে ভারতও। দেশে টিকা চূড়ান্ত হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশেও সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।