এ মুহূর্তে কলকাতার সিনেমায় সবচেয়ে জনপ্রিয় তারকার নাম অনির্বাণ ভট্টাচার্য। সাবলীল অভিনয়, ভরাট কণ্ঠের সংলাপে তিনি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন একের পর এক সিনেমায়।
তবে এ অভিনেতা এক নগ্ন ভিডিও নিয়ে পড়েছেন বিপাকে। নেটপাড়ায় বিতর্কের ঝড় উঠেছে। পূজার মধ্যেই মুক্তি পেয়েছে ‘ড্রাকুলা স্যার’। এ ওয়েব সিরিজে অমল ও রক্তিমের চরিত্রে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে এসব ছাপিয়ে সোশাল মিডিয়ায় এখন তোলপাড় হচ্ছে অনির্বাণের একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে।
২০১৭ সালের ওই ভিডিওটি নতুন করে ভাইরাল রয়েছে নেটদুনিয়ায়। সে বছর তৈরি হয়েছিল পলিটিক্যাল স্যাটায়ার ‘ঘ্যাচাং ফু’। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন অনির্বাণ। ছিলেন কিউ, কমলিকা বন্দ্যোপাধ্যায়, দামিনী বেনি বসু, সুদীপা বসু। সেই ছবিরই ১৩ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে।