অনেকেরই মাসের পর মাস একই জায়গায় ব্রণ হয়। যা কেবল ব্যথা নয় বিরক্তিকরও।
রূপচর্চা-বিষয়ক একটি ওবেসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে একই স্থানে বার বার ব্রণ হওয়ার কারণ সম্পর্কে জানানো হল।
হরমোন জনিত সিস্ট: ত্বকের নিচে সিস্টগুলো হচ্ছে বড় ধরনের ব্রণ। এগুলো ফুলে উঠে ও প্রদাহ সৃষ্টি করে। এই ব্রণগুলো সাধারণত মাথা বের করে না এবং দেখা দিলে তা দূর হতে অনেক বেশি সময় নেয় আর যদি যায়ও ত্বকে দাগ রয়ে যায়।
এটা মূলত হরমোনের কারণে হয়ে থাকে এবং এগুলো সাধারণ ব্রনের চেয়ে গভীরে হওয়ায় এর চিকিৎসা করা বেশ কঠিন।