একটি পরিবারে জন্ম নেয় একটি মেয়ে। বড় হওয়ার পর পদে পদে সে টের পায়, সমাজে নারী হয়ে জীবন কাটানো সহজ নয়। স্কুলে পড়ার সময় ইভ টিজিং তাঁর নিত্যসঙ্গী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন টিউশনি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। তবে তাতে কোনো ফল আসে না।
লোকে অভিযোগের আঙুল তোলে তার দিকেই। অভিযোগ আসে, তার পোশাক, চলাফেরা ঠিক ছিল না। কাছের মানুষেরা উপদেশের ভঙ্গিতে বাতলে দেয় সমাধান। প্রতিবেশীরা বলে বেড়ায়, ‘মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। যেনতেন একটা ছেলে পেলেও বিদায় করো।’