রাষ্ট্রের কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট কোনো পোশাকের কথা বলা নেই
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২২:০৭
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পুরুষদের টাকনুর ওপর ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে পোশাক পরার নির্দেশ দিয়ে কাজটি ঠিক করেননি বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, রাষ্ট্রের কর্মচারীরা অফিসে কী ধরনের পোশাক পরে আসবেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তা ছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এমন নোটিশ দেওয়ার মতো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিও নন।