আলুর সরকার নির্ধারিত দাম বাজারে কার্যকর হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। সরকার দাম বেধে দিয়েছিল কেজিপ্রতি সর্বোচ্চ ৩৫ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গত ২০ অক্টোবর আলুর কেজিপ্রতি দর হিমাগার পর্যায়ে ২৭ টাকা, পাইকারিতে ৩০ টাকা ও খুচরায় ৩৫ টাকা নির্ধারণ করে দেয়।