ফ্রান্সবিরোধী বিক্ষোভে উত্তাল কিশোরগঞ্জ, ফরাসি পণ্য বর্জনের দাবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৭:৪৭

ফ্রান্সে মহানবীকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে আলেম উলামাদের বিক্ষোভ-সমাবেশে উত্তাল কিশোরগঞ্জ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা আলেম-উলামা পরিষদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলার ১৩টি উপজেলা থেকে হাজার হাজার আলেম-উলামা ও তৌহিদি জনতা জেলা সদরে এসে বিক্ষোভে মিলিত হন।

শহরের শহীদী মসজিদ চত্বর থেকে অন্তত ২০ হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এর আগে সকাল ১০টায় একই দাবিতে শহীদী মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এতে অংশ নেন। একপর্যায়ে শহীদী মসজিদের সমানে থেকে পুরান থানা ও গৌরাঙ্গবাজার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ থেকে মহানবীকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের সঙ্গে জড়িতদের শাস্তি দাবিসহ ফরাসি পণ্য বর্জন এবং ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি জাানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us