WhatsApp-এ হুমকি ফোনে জেরবার? কী ভাবে রেকর্ড করবেন, জানুন...

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৫:৩৭

ইনস্ট্যান্ট মেসেজিংয়ের কথা বললে, প্রথমেই সবার মাথায় আসে WhatsApp-এর নাম। ঘরোয়া আড্ডা হোক আর হোক সে অফিশিয়াল জরুরি মিটিং, টেক্সট মেসেজের অন্য কোনও প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া দায়! তবে শুধুই টেক্সট মেসেজ নয়। WhatsApp-এ অডিও এবং ভিডিয়ো দুরকমের কলিংই সম্ভব। অনেকে আবার নর্মাল ফোন কলে আড়ি পাতার ভয়ে WhatsApp কল-কেই প্রাধান্য দিয়ে থাকেন। তাঁদের জেনে রাখা উচিত, WhatsApp-এর অডিও কলও রেকর্ড করা সম্ভব খুব সহজেই। কী ভাবে, জেনে নিন।

খুব সহজ একটা সমাধান রয়েছে। আপনার ফোনের স্পিকার অপশন অন করে রাখুন এবং অন্য আর একটি ফোন ব্যবহার করে WhatsApp কল রেকর্ড করুন। যদি দ্বিতীয় হ্যান্ডসেটে কোনও রেকর্ডার না থেকে থাকে, তাহলে Play Store থেকে একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে নিন। আপনি চাইলে 'Voice Recorder' অ্যাপও ডাউনলোড করতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us