করোনাভাইরাস মহামারীর কারণে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য ‘সীমিত পরিসরে’ খুলছে জাতীয় জাদুঘর। তবে জাদুঘরে প্রবেশের টিকেট আগের মত আর কাউন্টারে মিলবে না, সংগ্রহ করতে হবে অনলাইনে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। সীমিত পরিসরে বলতে আমরা বোঝাচ্ছি দিনে ৫০০ থেকে ৮০০ জন।