প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে শুষ্ক ত্বকের সমস্যার সমাধান করা যেতে পারে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে প্রাকৃতিক উপকরণের ব্যবহার সম্পর্কে জানানো হল।
গোলাপ জল
গোলাপ জল ত্বকের পিএইচের মাত্রা স্বাভাবিক রেখে ত্বক আর্দ্র ও মসৃণ রাখতে সহায়তা করে, যা শুষ্ক ত্বকের জন্য উপকারী। ত্বক শুষ্ক হয়ে গেলে বা জ্বলুনি দেখা দিলে আক্রান্ত স্থানে সামান্য গোলাপ জল মেখে রাখুন, আরাম লাগবে।
পরামর্শ: একটা স্প্রেয়ের বোতলে সাধারণ গোলাপ জলে রেখে তা মুখের আক্রান্ত স্থানে স্প্রে করতে পারেন।
মধু
মধু প্রাকৃতিক আর্দ্রতা সমৃদ্ধ উপাদান। আর্দ্রতা রক্ষার পাশাপাশি এর প্রদাহ নাশক উপাদান ত্বকের জ্বলুনি, লালচেভাব কমাতে সহায়তা করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বাড়ায়।