পরিসংখ্যান নয়, চাই সুখ আর সমৃদ্ধির অর্থনীতি

বণিক বার্তা প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ০১:০৫

বাংলাদেশ প্যারাডক্স বলে একটা কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রচলিত। অর্থাৎ এত প্রতিকূলতা, ব্যবস্থাপনা জটিলতার মধ্যে বাংলাদেশ এগোচ্ছে কীভাবে? বিশ্বের বড় বড় অর্থনীতি যখন করোনা ঝড়ে মুখ থুবড়ে পড়ছে, বাংলাদেশ তখনো আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসাবে ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি নিকট প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধি কমেছে ১০ দশমিক ৩ শতাংশ। মাথাপিছু জিডিপির হিসাবেও দেখা যাচ্ছে বাংলাদেশ অর্জন করেছে ১ হাজার ৮৮৭ ডলার আর ভারত ১ হাজার ৮৭৭ ডলার। তবে এ হিসাব নিরঙ্কুশ নয়। যখন ক্রয়ক্ষমতা সমতা বা পিপিপির (পারচেজিং পাওয়ার প্যারিটি) হিসাব করা হচ্ছে, তখন ভারতের জিডিপি ৬ হাজার ২৮৪ আর বাংলাদেশের ৫ হাজার ১৩৯ ডলার। কিন্তু তার পরও দেখা যাচ্ছে প্রাথমিক হিসাবটাকে গুরুত্বসহকারে নিয়েছেন ভারতের কিছু সাংবাদিক, বিশেষ করে বিরোধী দল। আর বাংলাদেশের মানুষের মধ্যেও একটা চাপা উল্লাস। তবে নিকট প্রতিবেশীর সঙ্গে এ ধরনের প্রতিযোগিতামূলক তুলনা না করাই নিরাপদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us