আর একদিন পরেই লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজোর আয়োজন চলছে। তার আগে বুধবার দিনের শেষে কলকাতায় সামান্য বাড়ল সোনার দাম। যদিও রুপোর দাম এদিন নিম্নমুখী।
এদিকে, ধনতেরাস উৎসবও আসন্ন। এই উৎসব মূলত অবাঙালিদের হলেও এখন তা বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সৌভাগ্যের লক্ষণ হিসেবে ধনতেরাসে মূলত সোনা কেনার রীতি আছে। ফলে সে সময় সোনার দাম কী হতে পারে, তা নিয়ে এখন থেকেই হয়তো বহু বাঙালি বাড়িতেও আলোচনা শুরু হয়ে গিয়েছে।