আমন্ত্রণেও আসেননি পাটকল শ্রমিক প্রতিনিধিরা, অসন্তোষ কমিটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ২০:৩৮

বন্ধ করে দেয়া সরকারি পাটকল শ্রমিক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা বৈঠকে উপস্থিত না হওয়ার অসন্তোষ প্রকাশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটি পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও বিভিন্ন সমস্যার সমাধানে আগামী বৈঠকে তাদের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য শাজাহান খান এবং শামসুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

‘দুজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন একটি চিঠিতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে জড়ানো হয়েছে অভিযোগ তুলে কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে দ্রুত চিঠি প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us