‘জঙ্গলরাজ’ ফিরতে দেবেন না, বিহারে ভোটপ্রচারে গিয়ে আহ্বান মোদীর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৫:২০

উন্নাও গণধর্ষণ থেকে ডন বিকাশ দুবে এপিসোড, কিংবা হালফিলের হাথরস গণধর্ষণ-খুন কাণ্ড। পর পর অপরাধমূলক কার্যকলাপের জেরে বিরোধীরা ‘জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে। ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ‘জঙ্গলরাজ’ তকমা দিলেন নীতীশ কুমারের আগের বিহারকে। আরজেডির নেতৃত্বে ‘মহাগঠবন্ধন’কে নিশানা করে মোদীর আহ্বান, আর ফিরিয়ে আনবেন না ‘লুটেরাদের রাজত্ব’।

আজ বুধবার প্রথম দফায় ৭১টি আসনের ভোটগ্রহণ দিয়ে শুরু হয়েছে ২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচন। দুপুর পর্যন্ত ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবেই। তার মধ্যেই এ দিন দ্বিতীয় দফার ভোটপ্রচারে দ্বারভাঙার রাজ ময়দানে জনসভায় যোগ দেন মোদী। ওই সভাতেই বিরোধী মহাজোটকে নিশানা করে মোদী বলেন, ‘‘যাঁরা বিহারে জঙ্গলরাজ কায়েম করেছিলেন, যাঁরা বিহারকে লুটেপুটে খেয়েছেন, বিহারের মানুষ শপথ নিয়েছেন, তাদের ফিরতে দেবেন না।’’ আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোটের নেতাদের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘এঁরাই সেই নেতারা, যাঁরা সরকারে থাকার সময় বিহার অপরাধের চরম সীমায় পৌঁছেছিল।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us