ব্রেক্সিট জট ছাড়াতে তৃতীয় পথ

নয়া দিগন্ত প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৫:০৪

ব্রিটেন ও ইইউ-র মধ্যে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চলছে৷ এক ইইউ কর্মকর্তা বোঝাপড়ার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখাচ্ছেন৷ সংলাপের উপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব নিয়েও জল্পনাকল্পনা চলছে৷

অনেক টানাপড়েনের পর চলতি সপ্তাহে আবার ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা শুরু হয়েছে৷ বুধবার পর্যন্ত লন্ডনে বৈঠকের পর বাকি আলোচনা ব্রাসেলসে অনুষ্ঠিত হবে৷ ইইউ কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, যে দুই পক্ষই চুক্তির লক্ষ্যে জোরালো আলোচনা করছে৷

ব্রেক্সিট-পরবর্তী বোঝাপড়ার ক্ষেত্রে মৌলিক মতবিরোধ কাটানোর নানা পথ খুঁজছেন মধ্যস্থতাকারীরা৷ আগামী ১ জানুয়ারি পুরোপুরি ইইউ ত্যাগ করার পরেও ব্রিটেন ইউরোপের অভ্যন্তরীণ বাজারে অবাধ ব্যবসাবাণিজ্য চালিয়ে যেতে চাইলে সে দেশকে অনেক ইইউ-বিধিনিয়ম মেনে চলতে হবে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে ন্যায্য পরিবেশের গ্যারেন্টি দিতে হবে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us