ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে ইরফানের বিরুদ্ধে দুটি মামলা ও জাহিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে আজ তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাত দিনের রিমান্ড চাইলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।