তিন পুরুষ না পারলেও ছেলের ভাগ্য বদলাতে চান আল আমিন
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১২:৫৭
কৃষক আল আমিনের বয়স ২৮ বছর। তিন পুরুষ ধরে কৃষিকাজই তাদের মূল পেশা। মাত্র ১২ বছর বয়সে জীবিকার তাগিদে হাল কাঁধে নিতে হয় তাকে। বাপ-দাদার কাছ থেকে পাওয়া এক টুকরো জমি থাকলেও প্রতিনিয়ত পরিবারের সদস্যদের অন্নের সন্ধানে বিকল্প কর্মের সন্ধানে ছুটে চলেছেন তিনি। তারপরও দেড় যুগে হয়নি ভাগ্যের পরিবর্তন। আল-আমিনের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুকরাপাড়া গ্রামে।
তার বাবা মমতাজ আলী প্রামানিক ও মা ছারা বেগম। বাবা ছিলেন কৃষক ও মা গৃহিণী। তিন ভাই ও তিন বোনের মধ্যে আল-আমিন সবার ছোট। ১৯৯২ সালে আল-আমিনের জন্মের সময়ই তার মা ছারা বেগম মারা যান। মা হারা আল আমিন বেড়ে ওঠেন বোনের কোলে। বাবা তাকে স্কুলে ভর্তি করেন। কিন্তু বাবা মারা যাওয়ায় তাকে ৫ম শ্রেণিতেই লেখাপড়ার ইতি টানতে হয়। আল-আমিনের কর্মজীবন শুরু মাত্র ১২ বছর বয়সে।