মুক্তিযোদ্ধারা প্রতি মাসেই ভাতা পাবেন

সমকাল প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ২১:৩৩

এখন থেকে প্রতি মাসেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি ব্যাংক হিসাবে দেবে সরকার। আগামী মাস থেকে নতুন এই ব্যবস্থায় ভাতা দেওয়া শুরু হবে। এতদিন তিন মাস অন্তর মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের হয়রানিমুক্তভাবে ভাতা পাওয়ার নতুন এই পদ্ধতি উদ্বোধন করার কথা। ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেশের সকল জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ উত্তরাধিকারীদের তথ্য 'ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস)' অন্তর্ভুক্ত করেছে। এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে ভাতার টাকা পাঠাত। এরপর জেলা প্রশাসকদের থেকে তা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার উপজেলার মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে টাকা জমা দিতেন। এর ফলে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতাদের মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধারা হয়রানিতে পড়তেন বলে অভিযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় হয়রানি বন্ধ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us