বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দু’দিনের হালকা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার বেশ কিছু মাঠে আধা কাঁচা পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ অবস্থায় মাটিতে নুয়ে পড়া ও পানিতে ডুবে থাকা ধান পরিপূর্ণ না হওয়া ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষকরা।
তাছাড়া কুশি ভরা ধানের ফুল ঝড়ো বাতাসে পড়ে যাওয়ায় পরাগায়ন না হলে চিটা হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা। গত দু’ দিনের ঝড়ো হাওয়ায় আধা পাঁকা বিনা-৭, স্বর্ণা-৫, ব্রি-৭৮ ধানের ক্ষেত একেবারেই লন্ড ভন্ড হয়ে গেছে। দেখলে মনে হয় ঝড়ো হাওয়ায় পাঁকা ধান ক্ষেতে যেন কেউ মই দিয়ে গেছে।