এ রাজ্যে করোনার বলি ৬৪ জন ডাক্তার! সংক্রমণ দ্রুত বাড়ছে, চিকিৎসক মহলে উদ্বেগ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:৩৩

এ যেন ‘মড়ার উপরে খাঁড়ার ঘা’! এক দিকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, আর অন্য দিকে করোনা ‘ছোবলে’ একের পর এক প্রাণ যাচ্ছে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুধু অক্টোবরে মারা গিয়েছেন ১৫ জন। দুর্গাপুজোর সময় মৃত্যু হয়েছে ৫ জন চিকিৎসকের। কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করা না গেলে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করছে চিকিৎসক মহলের একাংশ।

মহালয়ার দিন থেকে রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছিল। কেরল-এর ‘ওনাম’ উৎসবের উদাহরণ দিয়ে বারবার সতর্ক করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু পুজো নিয়ে উন্মাদনা কমেনি। ষষ্ঠীর দিন এক লাফে ৪ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ পৌঁছে যায়। ভিড় নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ হলেও, রাস্তায় স্বাস্থ্য-বিধির তোয়াক্কা না করে দর্শকদের ‘বেপরোয়া’ হয়ে ওঠার ছবিও ধরা পড়ে। চিকিৎসকেরা মনে করছেন, “এর খেসারত দিতে হবে এ বার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের। কারণ, এখনও পর্যন্ত যে ৬৪ জন চিকিৎসকের তালিকা প্রস্তুত করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, তাঁদের মধ্যে অনেকেই করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন না। সংক্রমিত হয়েছিলেন। ফলে সংক্রমণ যদি ফের ধাপে ধাপে বাড়তে থাকে, তা হলে চিকিৎসা পরিষেবায় সঙ্কট দেখা দিতে পারে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us