ট্রেন্ড এখন ৫জির। টেলিকম কোম্পানিগুলো ধীরে ধীরে ৪জি থেকে ৫জি নেটওয়ার্ক আপগ্রেডের কাজ করছে। ঠিক একইভাবে আপগ্রেডেশনের পথে আগাচ্ছে ওয়াইফাই কানেকশনও। এতদিন ছিল ওয়াইফাই ৫। আসছে পরবর্তী সংস্করণ ওয়াইফাই ৬। ইতিমধ্যেই বাজারে বেশ কিছু ডিভাইস এসেছে যেগুলো ওয়াইফাই ৬ কানেকটিভিটি রয়েছে। ওয়াইফাইয়ের নতুন সংস্করণ সম্পর্কে অনেকেরই ধারণা কম।
অনেকেরই ভ্রান্ত ধারণা, ওয়াইফাই ৬ এখনই আপগ্রেড করা ঠিক হবে না। কারণ, তারা মনে করছেন এর উপযোগী প্রডাক্ট বাজারে নেই। তাই ওয়াইফাই ৬ এখনই আপগ্রেড করা জরুরি কেন, জেনে নিন। ওয়াইফাই ৬ আসলে ওয়াইফাই ৫ এর একটি আপগ্রেডেড ভার্সন। এর নেটওয়ার্ক ক্যাপাসিটি ওয়াইফাই-৫ এর চেয়ে কমপক্ষে ৪ গুণ বেশি। তার সঙ্গে এটি ইউজারদের অত্যন্ত দ্রুত স্পিড দিয়ে থাকে।