নারীদের ক্যানসার নিয়ে আছে নানা ভ্রান্ত ধারণা। এ কারণে তাঁদের ক্যানসার শনাক্তও হয় দেরিতে। এমন কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা হলো:
অনেকেই মনে করেন, স্তন ক্যানসার শুধু মায়ের দিকের আত্মীয় বা মা–খালা–নানির থেকে বংশানুক্রমে হতে পারে। এই ধারণা মোটেই ঠিক নয়। বাবার দিক থেকেও বংশানুক্রমে এ রোগ হতে পারে।