কিশোর গ্যাং বা মাস্তানের ব্যবহৃত স্মার্ট ডিভাইস বা ক্ষিপ্র সাজ-সজ্জা বর্তমানে বহুল আলোচিত বিষয়। তারা স্মার্ট ডিভাইস ব্যবহারে খুবই পটু। নানা ফন্দি-ফিকির ও কৌশল ব্যবহার করে কিশোর গ্যাং বা মাস্তানের দল আধুনিক নিরাপত্তা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত ভয়ংকর অপরাধ ঘটিয়ে চলেছে। ‘মাস্তান’ আমাদের দেশে একটি পরিচিত নেতিবাচক শব্দ।
কেমন করে যেন এই শব্দের সাথে অল্পবয়সীদের গ্যাং বা ঘৃণিতদল শব্দটি যুক্ত হয়ে আরো ভয়ংকর নেতিবাচক হিসেবে সমাজে পরিচিতি পেয়ে গেছে। কিশোর গ্যাং বা মাস্তানের দলের উত্থান নতুন মনে হলেও তা মোটেও নতুন কিছু নয়। অনেক সময় আমাদের সিনেমা, উপন্যাসেও এসব মাস্তানদের চরিত্র তুলে ধরা হয়ে থাকে।