চাঁদে পানির সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের দাবি, চাঁদের পানি রয়েছে। চাঁদের যে পৃষ্ঠের অংশ সূর্যলোক দ্বারা আলোকিত, সেখানেই পানি থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান নাসার স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি (সোফিয়া), চাঁদের বুকে পানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে।