৩ লাখ হকারের হাতে SVANidhi প্রকল্পের অধীনে ঋণ তুলে দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৮:৪০
মঙ্গলবার ফের কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনার অধীনে প্রায় ৩ লাখ হকারকে ঋণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই আজ এই দায়িত্ব পালন করবেন নমো। এই প্রকল্পে সম্পর্কে প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, PM SVANidhi প্রকল্পের ঘোষণা হয় ২০২০ সালের ১ জুন। করোনাভাইরাস অতিমারিতে ক্ষতিগ্রস্ত যে সব গরিব মানুষ রাস্তাঘাটে বিভিন্ন সামগ্রী বিক্রি করা শুরু করেছিলেন এই ঋণ তাঁদেরই জন্যে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ট্যুইট করে জানান, ‘উত্তরপ্রদেশের যে সব ভাই বোনরা রাস্তায় বসে জিনিস বিক্রি করেন তাঁদের সঙ্গে কথা বলব। জানব কীভাবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তাঁদের চলার পথে সাহায্য করেছে। তাঁদের কতটা সাহস ও ভরসা দিতে পেরেছে।’