প্রতিমা বিসর্জনে কক্সবাজার সৈকতে বিপুল মানুষের ভীড়
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৯:০১
প্রতিমা বিসর্জন ঘীরে অন্যান্য বছরের মতো এ বছর আয়োজন ছিল না কক্সবাজার সমুদ্র সৈকতে। তবু সোমবার উলুধ্বনি, শঙ্খ ও ঢোল বাজিয়ে পানিতে ভাসানো হলো প্রতিমা। বিসর্জনের সময় আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে বিষাদেরও ছাপও ছিল। ছিল বিপুল সংখ্যক মানুষের সমাগম।