শেরপুর শহরের তিনআনী বাজার-বাগরাকসা-গৌরীপুর সড়ক প্রায় তিন বছর আগে সর্বশেষ সংস্কার করা হয়। তাঁরা দুই পাশে নালা নির্মাণসহ সড়কটি দ্রুত সংস্কার করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।