ফৌজদারি দণ্ডবিধিতে অভিযুক্ত হওয়ায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরীর স্বাক্ষরে গত ১৯ অক্টোবর ১১১২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান ছোটনকে বরখাস্ত করা হয়।