নোয়াখালীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার, ২ কিশোর আটক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০৯:০৬
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে ৮ বছর বয়সী এক নূরানী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার দুই কিশোর শিক্ষার্থীকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার দুটি পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। শিশুটি উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়।
সে ওই মাদ্রাসার মাজ্রা প্রথম জামাতের ছাত্র ছিল। পুলিশ জানায়, নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজী কলোনী থেকে ধর্ষক সিফাতকে (১২) আটক করা হয়। সে কাজী কলোনীর সফি মিয়ার ছেলে এবং হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।