নোয়াখালীতে আবারও বসতঘরের দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ এসেছে। এবারের ঘটনা চৌমুহনীর। বেগমগঞ্জের সেই বীভৎস নারী নির্যাতনের পর আরও আরও ধর্ষণের ঘটনা ঘটেছে। যুবলীগের স্থানীয় কয়েকজন নেতাকে আটকও করা হয়েছে। দেশজুড়ে প্রতিবাদ, ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান—কোনো কিছুই তো ধর্ষণ কমাতে পারছে না। নারী নির্যাতনের এই আগুন থেকে ওঠা জ্বলন্ত প্রশ্নটা এই: নোয়াখালীতে ধর্ষণ কেন বেশি? নোয়াখালীর বিশেষত্বই–বা কী?
বৃহত্তর নোয়াখালী কি বাংলাদেশের ‘বুনো পশ্চিম’, যেখানে দাপিয়ে বেড়াচ্ছে গ্যাংস অব ওয়াসিপুরের সন্ত্রাসীরা। শতবর্ষ আগে আমেরিকার বিরান পশ্চিমে ছিল সম্পদ, চাষের জমি আর কাজের অভাব। আর ছিল প্রচুর ভাগ্যসন্ধানী বেকার যুবকেরা।