ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক, কয়েকশো মিলিয়ন ডলার দিচ্ছে সৌদি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৮:৫৭
আমিরাত-বাহরাইনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সুদান। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদের ঘোষণার পরপরই এ ঘোষণা আসে। খবর, তালিকা থেকে নাম বাতিলে যুক্তরাষ্ট্রকে সুদান যে ৩৩৫ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তা প্রকৃতপক্ষে শোধ করবে সৌদি আরব।
সুদান ও মিসরের সূত্রের বরাতে বার্তা সংস্থা সাফার প্রতিবেদন উদ্ধৃত করে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর। এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিকের চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন, কমপক্ষে আরও ৫টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করতে চায়।