গণতান্ত্রিক সমাজব্যবস্থা না থাকলে স্বাধীন বিচার সম্ভব নয়
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৮:০৪
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশে আইনের শাসনের পূর্বশর্ত হচ্ছে গণতান্ত্রিক সমাজব্যবস্থা। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীন বিচারব্যবস্থার প্রয়োজন। গণতান্ত্রিক সমাজব্যবস্থা না থাকলে স্বাধীন বিচারকাজ করা সম্ভব নয়। রোববার দুপুরে নেত্রকোনা পৌরসভা আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ আলাদা উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, আপিল বিভাগের বিচার আর হাইকোর্টের বিচার এক নয়। আপিল বিভাগের বিচারকের দায়িত্ব অনেক বেশি ও ব্যাপক। আপিল বিভাগে বিচারের পর আর বিচার নেই। তাই এই বিভাগে বিচারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়। তিনি বলেন, ‘আমরা বিচারে আলাদা কিছু করতে পারি না। বিচারের মধ্য দিয়ে মানুষের কল্যাণ করা যায়। আমরা তা করতে পারি। রায়ের মধ্য দিয়ে ন্যায়নীতি প্রতিষ্ঠিত করতে পারি।’