বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তিনদিন সেন্টমার্টিনে আটকে থাকা দুই শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন। তবে তাদের মনে রয়ে গেছে আক্ষেপ। দুর্যোগপূর্ণ পরিবেশেও সেন্টমার্টিনের হোটেল-রিসোর্ট মালিকদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি পর্যটকরা। সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে নিজেদের কষ্টের কথা জানালেন তারা। রোববার দুপুরে পর্যটকবাহী তিনটি ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৈরী আবহাওয়ার কারণে তিনদিন কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। শনিবার রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকালে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনি আরো জানান, সকাল ৭টায় কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সাড়ে পাঁচশ পর্যটক নিয়ে রওনা হয়ে দুপুর ১টায় সেন্টমার্টিন পৌঁছেছে কর্ণফুলী জাহাজ। এছাড়া সকালে তিনটি সার্ভিস ট্রলারে করে সেন্টমার্টিনে আটকা পড়া দুই শতাধিক পর্যটককে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে।