যেকোনো বয়সী মানুষের মেরুদণ্ড, ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় ভোগার সংখ্যা আমাদের দেশে বাড়ছে। এ জন্য শুরুতেই মেরুদণ্ডের ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। তা না হলে ভোগান্তি ও চিকিৎসা—দুটোই দীর্ঘায়িত হতে পারে।
প্রথম আলো আয়োজিত এসকেএফ নিবেদিত স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথার সাতকাহনে এ বিষয়গুলো নিয়েই আলোচনা করেন অতিথিরা। ২৪ অক্টোবর প্রচারিত হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বের প্রতিপাদ্য ছিল: মেরুদণ্ড ও হাঁটুর ব্যথা। চিকিৎসক বিলকিস ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম।