ভেনেজুয়েলার শীর্ষস্থানীয় বিরোধী নেতা লিওপোল্ডো লোপেজ গোপনে দেশ ছেড়েছেন। তাঁর পরিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
প্রায় দেড় বছর ধরে লোপেজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্পেনের দূতাবাসে আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি কলম্বিয়ায় গেছেন বলে তাঁর পরিবার জানায়। পরে তাঁর স্পেনে যাওয়ার কথা।
দেশ ছাড়ার পর লোপেজ নিজেও অবশ্য একটি টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘ভেনেজুয়েলাবাসী, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই সেবক যেকোনো স্থান থেকে লড়াই করবে।