ভাষা খুঁজে পাচ্ছেন না মুগ্ধ জিদান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:২৩

আগের দুই ম্যাচে দলের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে। অমন ছন্নছাড়া ফুটবল খেলার পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ছেলেরা কিভাবে এতটা ভালো খেলল, ঠিক বুঝে উঠতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। দুর্দান্ত এই জয়ের পর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফরাসি কোচ। লা লিগায় শনিবার কাম্প নউয়ে হওয়া রোমাঞ্চকর ক্লাসিকোয় ৩-১ ব্যবধানে জেতে জিদানের দল। ফেদে ভালভেরদের গোলে গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর সের্হিও রামোসের স্পট কিকে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে লুকা মদ্রিচের গোলে জয় নিয়ে ফেরে রিয়াল।

আগের দুই ম্যাচে ঘরের মাঠে লিগে কাদিস ও চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরেছিল রিয়াল। ক্লাব ফুটবলের ‘সবচেয়ে বড়’ ম্যাচের আগে জিদান বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচই আদর্শ। ম্যাচে খেলোয়াড়রা তা করে দেখিয়েছে দারুণভাবে। দল হঠাৎ কীভাবে এমন ভালো খেলল, তার ব্যাখ্যা নেই বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলারের কাছে।

“কখনও কখনও কোনো ব্যাখ্যা থাকে না। তবে আজ আমরা যা করেছি তার ওপর জোর দিচ্ছি এবং আমরা এভাবে চালিয়ে যেতে চাই।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us