যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় থাকা আল কায়েদার প্রবীণ নেতা আবু মুহসিন আল-মাসরিকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনডিএস)।
শনিবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।আল-মাসরি আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড হিসাবে দায়িত্ব পালন করছিলেন বলে জানায় আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা। দেশটির গজনী প্রদেশে একটি বিশেষ অভিযানের সময় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে এনডিএস।