মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে টিকার অপেক্ষায় গোটা বিশ্ব। অতি দরকারি এই টিকা আবিষ্কারের পর তা দ্রুত সময়ে পেতে নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে টিকা কিনতে বিশ্বব্যাংকের কাছে দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশ্বব্যাংক–আইএমএফ এর বার্ষিক সভা-২০২০ এর অংশ হিসেবে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি. হার্টউইগ শ্যেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের মধ্যে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিশ্বব্যাংকের কাছে এই ঋণ সহায়তা চাওয়া হয় বলে শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।