সবাই কমবেশি চা পান করে থাকেন। তবে জানেন কি? চা পাতা দিয়েই কিন্তু আপনারা ত্বক ও চুলের যত্ন নিতে পারেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন চা পাতা- > গ্রিন টি’য়ের ভাপ ত্বকের জ্বলুনি কমাতে সাহায্য করে এবং এর ‘অ্যান্টি-এইজিং’ উপাদান বলিরেখা রোধ করে। এটা লোমকূপ উন্মুক্ত করার পাশাপাশি ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখতে সহায়তা করে।
এক বাটি গরম পানিতে কয়েকটা গ্রিন টিয়ের পাতা দিয়ে ১০ মিনিট ভাপ নিন। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও, ভাপ নেয়া শ্বাসনালী ও সর্দি কাশির সমস্যা দূর করে। > ক্লান্তি বা কাজের চাপে ঘুমের অভাবের কারণে চোখের উজ্জ্বলতা হারাতে পারে। এই সমস্যা সমাধান করতে ঠাণ্ডা টি ব্যাগ ফোলা চোখের ওপরে রেখে ১৫ মিনিট অপেক্ষা করুন।