বলিউড বাদশাহ শাহরুখ খান প্রায় দুই বছর বিরতির পর আবারও ‘পাঠান’ সিনেমা দিয়ে শুটিং সেটে ফিরতে চলেছেন। গুছিয়ে কাজ শুরু করার লক্ষে মাঝের দুই বছর স্ক্রিপ্ট নিয়ে বেশ কাজ করেছেন তিনি। প্রায় ১২০টি স্ক্রিপ্ট থেকে বেছে নিয়েছেন ৪টি সিনেমা। সেই সিনেমাগুলোর মধ্যে রয়েছে সিদ্ধার্থ আনন্দের পাঠান, রাজকুমার হিরানির সামাজিক কৌতুক ঘরানার একটি সিনেমা এবং অ্যাটলির অ্যাকশনধর্মী একটি ছবি।
বাকি একটি ছবির ঘোষণা বা কোনো রকম গুঞ্জন এখনও পাওয়া যায়নি। শুক্রবার ভারতীয় একটি জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করে, অ্যাটলির সিনেমায় পিতা এবং পুত্রের ভূমিকায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যেখানে পিতা একজন সিনিয়র আরএডাব্লু এজেন্ট। তার পুত্র গ্যাংস্টার। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯৯৮ সালের পর আবারো দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।