ম্যাচ রাত আটটায়। তাতে কী? রিয়াল ভক্তদের এখনই কপালে চিকন ঘাম দেওয়ার কথা। দল আগের দুই ম্যাচেই হেরেছে, খেলছেও ছন্নছাড়া। এই অবস্থায় বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো খেলার জন্য রিয়াল ঠিক কতটুকু প্রস্তুত? রিয়াল সমর্থকদের মনে সন্দেহের আনাগোনা হওয়া স্বাভাবিক।
মৌসুমে এর মধ্যেই সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ খেলা হয়ে গেছে রিয়ালের। জিদান এই ছয় ম্যাচে মূলত দুই ছকের মধ্যেই ঘোরাফেরা করেছেন। হয় ৪-৩-৩, নয় ৪-৩-১-২। গত দুই ম্যাচে রিয়াল হেরেছে বলে ক্লাসিকোতে জিদান দলের খোলনলচে একেবারে আগপাশতলা বদলে ফেললে ভিন্ন কথা, না হলে এই দুই ছকের মধ্যে যেকোনো এক ছকেই খেলাবেন রিয়ালকে, এটা নিশ্চিত।