সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সেখানে প্রথম জানাজা শেষে বাড়ি হয়ে তার মরদেহ নেয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে আরেক দফা জানাজার পর বিকালে বনানী কবরস্থানে দাফন করা হবে দেশবরেণ্য এই আইনজীবীকে।