টাকার অভাবে বন্ধ হয় দগ্ধ শিশুর চিকিৎসা, দায়িত্ব নিলেন ওসি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১২:০১

টাকার অভাবে অচেতন অবস্থায় গরম পানিতে দগ্ধ শিশু সিয়ামকে যশোর ও খুলনায় ১৫ দিন চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে আনেন বাবা সুজন হোসেন। চিকিৎসকরা ঢাকায় নিয়ে চিকিৎসা করতে বললেও কোনো ব্যবস্থা করতে পারেনি শিশুর পরিবার।
খবরটি জানতে পেরে অই শিশুর পরিবারের পাশে দাঁড়ান যশোরের চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব। অ্যাম্বুলেন্স ভাড়া করে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির ব্যবস্থা করেছেন তিনি। শিশুটি এখন অনেকটাই আশঙ্কামুক্ত বলে পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের সুজন হোসেনের চার বছরের শিশু সন্তান সিয়াম হোসেন গত ৪ অক্টোবর উঠানে খেলছিল। এ সময় পাশের বাড়ির আজিজুর রহমানের স্ত্রী নাজমা বেগম কাপড় পরিষ্কার করার জন্য পানি গরম করছিলেন। একপর্যায়ে ওই গরম পানি বড় গামলাতে রেখে অন্য কাজে চলে যান তিনি। এ সময় শিশু সিয়াম গামলা ভর্তি গরম পানিতে বসে পড়ে। এতে শিশুটি মারাত্মক দগ্ধ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us