মাঝারি মাপের ভূমিকম্প অনভূত হল বাংলাদেশে। শনিবার সকাল ৮.৫১ মিনিটে কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, এদিনের রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহনির ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকা থেকে ১৭৩ কিমি দূরে খাগড়াচ্ছাড়ি শহরের কাছে কম্পনের কেন্দ্রস্থল ছিল বলে জানা গিয়েছে।
গত শনিবারও মাঝারি কম্পনে কেঁপে উঠেছিল বাংলাদেশের সিলেটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। রাত ১১.৩৮ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছিল। সিলেটের কম্পনের জেরে মণিপুরেও কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, মাঝারি মাপের কম্পনটির কেন্দ্রস্থল ছিল মোরিগাঁও এলাকায়।