কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লুৎফর রহমান নামে এক পীরের আস্তানায় সাত বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার তালজাঙ্গা ইউপির দেওতান এলাকায় ওই পীরের আস্তানায় একটি ঘরের ভেতর জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাইসা নামে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। মাইসা ওই পীরের খাদেম মানিক মিয়ার মেয়ে। মানিক মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মৌগাঁও গ্রামে।পুলিশ জানায়, রাউতির প্রয়াত পীরের আস্তানায় বারী শাহের দরগার সামনে দীর্ঘদিন ধরে আস্তানা তৈরি করে পীরালি করছেন তারই মুরিদ লুৎফর রহমান। দরগার খাদেম মানিক মিয়া স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ওই পীরের দরগায় থাকতেন।শিশুটির বাবা-মায়ের দাবি দরগার ভেতর একটি খালি কক্ষে মাইসাসহ দুই শিশু খেলা করছিল। মাইসা বউ সাজতে গিয়ে জানালার সঙ্গে একটি ওড়না বেঁধে এর এক পাশ গলায় জড়ায়। এ সময় সে পা পিছলে চৌকি থেকে পড়ে গেলে গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে শিশুটির বাবা-মা তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।