গত বছর অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশের ফুটবলাররা। ওই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগে বলেছিলেন, আমরা ভারতীয় দর্শকদের হৃদয় ভাঙতে চাই। ঠিকই ভারতীয়দের হৃদয় ভেঙে এক পয়েন্ট নিয়ে দেশে ফেরেন জামাল ভূঁইয়া।
ভারতের সমর্থকদের হৃদয় ভাঙলেও ফুটবল কর্তাদের মন ঠিকই জিতেছেন জামাল। মূলত ওই ম্যাচের পর থেকেই ভারতীয় ফুটবল সংগঠকদের নজরে আছেন এই মিডফিল্ডার। ওই সময় আই লিগ ও ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া লিগেই খেলেছেন গত মৌসুমে। তবে ভারতীয় একটি পত্রিকার খবর অনুসারে, আইলিগের দল কলকাতা মোহামেডানে নাম লেখাতে যাচ্ছেন বর্তমানে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলা জামাল ভূঁইয়া।