খুলনায় ৮১৪ আশ্রয় কেন্দ্র ও ১১৬ মেডিকেল টিম প্রস্তুত

বণিক বার্তা প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ২০:০১

নিম্নচাপের প্রভাবে খুলনা ও আশপাশ এলাকায় গুমোট পরিবেশ ও বৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।

সভায় যেসব নেয়া সিদ্ধান্ত হয়েছে : নদ-নদীতে নৌকা ট্রলার চলাচল বন্ধ রাখা, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মাইকিং করা হয়েছে, সরকারি-বেসরকারি ৮১৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় সোয়া ৪ লাখ মানুষকে আশ্রয় দেয়া সম্ভব হবে। দুর্যোগপূর্ব ও পরবর্তী ব্যবস্থার জন্য ২৪৬০টি সিপিবির স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এনজিও'র ১১০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে লবণ পানি ট্রিটমেন্ট করার জন্য ৩০টি প্লান্ট প্রস্তুত রাখা হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন ৪ হাজার জনকে পানি সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের উদ্দ্যোগে ১০ লিটারের ৬ হাজার ৫০০টি পানির জার প্রস্তুত রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us