রোকার (বাগদান) মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নেহা কাক্কার ও রোহনপ্রীতের বিয়ের আনুষ্ঠানিকতা।আজ (২৩ অক্টোবর) প্রকাশ পেয়েছে জনপ্রিয় এই সংগীতশিল্পীর মেহেদী অনুষ্ঠানের ছবি।
এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলুদের ছবি প্রকাশ করলেন ৩২ বছর বয়সী এই গায়িকা।শেয়ার করা ছবির ক্যাপশনে নেহা লিখেছেন- “নেহু প্রীত কা হলদি সেরেমনি।”